‌‘যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, তা আ.লীগ ধূলিসাৎ করেছে’

আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ০৭:২৫ পিএম


হাফিজ উদ্দিন আহমদ
ছবি : সংগৃহীত

যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, তা আওয়ামী লীগ সরকার ধূলিসাৎ করেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। কিন্তু দেশে গণতন্ত্র নেই। যা দেশ স্বাধীনের ছয় মাস পরেই বুঝে গিয়েছিলাম আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, সেই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে। আজ মানুষের স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক আন্দোলন করেছে। তবে আমরা এখনও আশা রাখি যে, তরুণ প্রজন্মকে নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, নিশ্চয়ই এখনও মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষা ফিরিয়ে আনতে নতুন প্রজন্ম এগিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্ররা আইয়ুববিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে যে সাহস দেখিয়েছে, তা অবাক করার মতো। কিন্তু দেশের সকল কৃতিত্ব একটি রাজনৈতিক দল নিতে চায়। তারা ছাত্রদের কোনো কৃতিত্ব দিতে চায় না। কিন্তু ছাত্রদের জন্যই ভাষা আন্দোলনে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় এসেছে।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission